ঋদ্ধি চৌধুরী,
ছোট বেলা থেকেই বিভিন্ন রকমের মূর্তি ,স্ট্যাচু সহ নানান ভাস্কর্যের নেশা ছিল নদীয়ার চাকদাহ এর বাসিন্দা অনুপ গোস্বামীর।
পরবর্তী সময়ে নেশাটাই রুজির টানে পেশায় রূপান্তরিত হয়।
দীর্ঘ সময় কোলকাতার কুমারটুলী থেকে কাজ শেখেন।
বর্তমানে নিজেই চাকদাহতে কারখানা স্টুডিও খুলেছেন।
নিজের শিল্পকলায় ফুটিয়ে তুলেছেন বিভিন্ন সময়ে একাধিক মূর্তি।
এবং তা অধিকাংশই দেশে ও বিদেশে বহু প্রশংসিত হয়েছে।
এবার তার তৈরী ৭ ফুটের ফাইবারের দূর্গা প্রতিমা পারি দিতে চলেছে সূদুর অস্ট্রেলিয়ার পাশে ফিজিতে ভারত সেবাশ্রম সংঘে ।
গত ৪ মাস দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে নিজের শিল্প কলার নিপুনতায় ফুটিয়ে তুলেছেন শিল্পী অনুপবাবু।
আর এবার শুধু মা দূর্গা নয় সাথে যাচ্ছে হনুমানজি,রাম,গণেশ ,ও মহাদেব।
মুর্তি গড়ার কাজ শেষ হয়েছে, কিছুদিন আগেই
কোভিডের কারনে জন্য মূর্তি যেতে না পারায় একইসঙ্গে জাহাজে করে পাড়ি দেবে অস্ট্রেলিয়াতে।
আগামি কয়েক দিন পরই পাড়ি দেবে জাহাজে করে অস্ট্রেলিয়াতে।
সব মিলিয়ে নদীয়ার শিল্পীর গড়া দেবী দূর্গা প্রতিমা পূজিত হবেন সুদুর অষ্ট্রেলিয়াতে,, এটা যেমন বাঙালি হিসেবে গর্ব বোধ করছে পাশাপাশি চাকদাহ বাসী হিসেবেও গর্বিত শিল্পী ও গোটা চাকদহ বাসী।